Top 5 This Week

২ কর্মদিবসে গেজেটের আশ্বাস, চার মাসেও প্রকাশ হয়নি

Spread the love

বিডিটাইম ডেস্ক

৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন ক্যাডার চার মাসেও সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় চরম হতাশা আর ক্ষোভে রাজপথে অনশন করছেন। তাঁদের দাবি—অবিলম্বে গেজেট প্রকাশ ও একটি নির্দিষ্ট ‘সরকারি চাকরি ভ্যারিফিকেশন নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়ন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন শুরু করেন গেজেট বঞ্চিতরা। ইতিমধ্যে এই অনশনের ৭৬ ঘণ্টা পার হয়েছে। অনশনরতদের মধ্যে রয়েছেন সাধারণ শিক্ষা, কৃষি, প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের প্রার্থীরা।

গেজেটবঞ্চিত সাধারণ শিক্ষা ক্যাডারের প্রার্থী তমা রায় বলেন, “আমরা ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া ২২৭ জন চার মাস ধরে অপেক্ষায় আছি। ৯ জানুয়ারি এক বৈঠকে সিনিয়র সচিব স্যার বলেছিলেন, ২ কর্মদিবসের মধ্যেই গেজেট প্রকাশ হবে। কিন্তু আজও সেটি বাস্তব হয়নি। আমাদের এ অনশন চলবে, যতক্ষণ না সরকার গেজেট প্রকাশ করে।”

কৃষি ক্যাডারের গেজেটবঞ্চিত মোহাম্মদ আলী নেওয়াছ বলেন, “প্রথম গেজেট প্রকাশের সময় আমরা কেউ কেউ নিজেদের পুরোনো চাকরি ছেড়ে দিয়েছি। অথচ দ্বিতীয় গেজেটে আমাদের নামই আসেনি। এতে করে আমরা এখন দ্বৈত সংকটে পড়েছি—আগের চাকরি নেই, নতুনটাতেও যোগ দিতে পারছি না। তাই প্রশ্ন করি, আমাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ কী?”

তিনি আরও বলেন, “যদি আমাদের বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, তাহলে আমরা কেন গেজেটভুক্ত হব না? আমরা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত। নিয়োগের নিশ্চয়তা না পেলে আমাদের জীবন ও ক্যারিয়ার চরম অনিশ্চয়তায় পড়ে যাবে।”

অনশনরত পাঁচজন হলেন: মো. ফয়সাল চোকদার (বিসিএস সাধারণ শিক্ষা), মো. মতিউর রহমান (বিসিএস সাধারণ শিক্ষা), এম এ হান্নান সরকার (বিসিএস সাধারণ শিক্ষা), দেবাশীষ ঘোষ (বিসিএস সাধারণ শিক্ষা), সমরজিত চক্রবর্তী (বিসিএস সাধারণ শিক্ষা)

তাঁদের একমাত্র দাবি—বিলম্ব না করে অবিলম্বে ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট প্রকাশ করে তাঁদের যোগদানের সুযোগ নিশ্চিত করা হোক।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish