Top 5 This Week

বিচারহীনতা ও মামলায় কারসাজির প্রতিবাদে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Spread the love

বেরোবি প্রতিনিধি

জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়নের মামলায় দীর্ঘসূত্রতা এবং মূল অভিযুক্তদের বাদ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভ করেছেন।

সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন:

“মামলা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না!”

“সাঈদ-ওয়াসিমের রক্তের দাবি, আমরা ভুলিনি!”

“আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”

“আপস নাকি সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম!”

“দালালি নাকি রাজপথ? রাজপথ, রাজপথ!”

শিক্ষার্থীদের ক্ষোভ

গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে যারা হামলা চালিয়েছিল, তারা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। নয় মাস পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মামলা নিয়ে যদি কোনো কারচুপি বা ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা আরও জোরদার আন্দোলন গড়ে তুলব।”

ছাত্রদলের অবস্থান

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মুরসালিন মুন্না বলেন, “জুলাই বিপ্লবে নির্যাতিত শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। হামলার ঘটনায় ৯ মাসেও মূল অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়নি—এটা চরম লজ্জার। আমরা দাবি জানাচ্ছি, সব অপরাধীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দোষীদের প্রশাসনিক পদায়ন বা পুরস্কৃত করার যে কোনো উদ্যোগের বিরুদ্ধেও আমরা কঠোর অবস্থান নেব।”

শিবিরের প্রতিক্রিয়া

বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক সুমন সরকার বলেন, “আবু সাঈদ শহীদ হওয়ার ৯ মাস পার হলেও আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত। মামলায় কেবল প্রতীকীভাবে কয়েকজন সাধারণ ছাত্র-শিক্ষক ও দুই কনস্টেবলকে গ্রেফতার দেখানো হয়েছে, অথচ মূল হোতারা এখনো দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বা নতুন পদে যোগ দিয়েছেন। এই ষড়যন্ত্র চলতে থাকলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।”

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish