বেরোবি প্রতিনিধি
দায়িত্ব অবহেলা, শিক্ষার্থীবান্ধব আচরণ না করার অভিযোগে চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গতকাল রবিবার (৪ মে) রাতে বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আসাদ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলেও বিভাগের চেয়ারম্যান ড. এমদাদুল হক সেখানে যাননি। শিক্ষার্থীদের ভাষ্য, “সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত আমরা ঘটনাস্থলে ছিলাম, কিন্তু বিভাগের প্রধান আমাদের পাশে দাঁড়াননি। এমনকি এর আগেও প্রেসক্লাব এলাকায় আমাদের বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা হলেও তিনি কোনো সাড়া দেননি।”
এই ঘটনার প্রতিবাদে সোমবার (৫ মে) থেকে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। তারা জানান, “চেয়ারম্যান ড. এমদাদুল হক আমাদের প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমাদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও সুষ্ঠু জবাবদিহিতা দাবি করছি।”
ক্লাস-পরীক্ষা বর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনার সৃষ্টি করে। একাধিক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এ বিষয়ে মন্তব্য করেন। শিফাত খান লিংকন মন্তব্য করেন, “সাবাশ। ডিপার্টমেন্ট হেডের পদত্যাগ চাই। নো এক্সকিউজ।” হারিশ রায় লেখেন, “জবাবদিহিতা দরকার।” আর নিলকান্তমণি সরকার বলেন, “ওনাকে আজকের মধ্যেই ক্ষমা চাইতে হবে। এখন আর আগের মতো নিজের ইচ্ছেমতো চাকরি করার সময় নেই।”
এই বিষয়ে বিভাগীয় প্রধান ড. এমদাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।