Top 5 This Week

ধর্ষণ হুমকির অভিযোগ ‘ভিত্তিহীন’: শামীম হাসান

Spread the love

বিডিটাইম ডেস্ক

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও মাদকসেবনের মতো গুরুতর অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন। তবে রাতে সংবাদ সম্মেলনে শামীম এসব অভিযোগকে সম্পূর্ণ “ভিত্তিহীন” বলে দাবি করেন।

শামীম বলেন, “ওই অভিনেত্রী এর আগেও আমার সঙ্গে কাজ করেছেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত বিরোধ নেই। শুটিং সেটে তাকে রিলস ও টিকটক করতে দেখে আমি শুধু বলি, যদি এগুলো করতেই হয় তাহলে বাইরে গিয়ে করা উচিত, সেটে এসব চলবে না। এটুকুই বলেছি। কিন্তু এটা কখনোই হুমকি বা অশালীন আচরণ ছিল না।”

তিনি আরও বলেন, “মাদকসেবনের অভিযোগ আরও গুরুতর। শুটিং হাউজের প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। চাইলে আমি ফুটেজ দিতে প্রস্তুত। কেউ প্রমাণ করতে পারলে মিডিয়া ছেড়ে দেব।”

অভিনেত্রী তাকে গায়ে হাত তোলারও অভিযোগ করেছেন, যার জবাবে শামীম বলেন, “আমি ১০ বছরের ক্যারিয়ারে কখনও কাউকে স্পর্শ করিনি। তিনি টিকটক করছিলেন আনোয়ার ভাইয়ের সঙ্গে, আমার সঙ্গে না। তাহলে অভিযোগটা আমার বিরুদ্ধে কেন?”

পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, “মিথ্যা অভিযোগ কেউ মেনে নেয় না। আমি আগে শিল্পী ও সংগঠনের সঙ্গে আলোচনা করব, প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহশিল্পী শেলি আহসান, সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অন্যান্য সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish