যবিপ্রবি প্রতিনিধি
২০২৪–২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় এগিয়ে এসেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ক্লাব ও ছাত্রসংগঠন।
শুক্রবার (৯ মে) দিনব্যাপী এ পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মোবাইল-ব্যাগ জমা রাখার ব্যবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্প, লেবুর শরবত ও সুপেয় পানির সরবরাহ এবং তথ্য ও সহায়তা ডেস্ক পরিচালনা করে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি, যবিপ্রবি ব্লাড ব্যাংক, চৌগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, উন্নত মম শির ও ইসলামিক কালচারাল সোসাইটি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য টিএসসি কেন্দ্রে বিশ্রামের সুব্যবস্থাও করা হয়।
এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো. সুমন আলি বলেন, “প্রচণ্ড গরম ও শারীরিক সমস্যার কথা মাথায় রেখে আমরা ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকার চেষ্টা করেছি। অনেকে দূর-দূরান্ত থেকে আসছেন—এতে তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই গ্যাস, বমি, জ্বর ও মাথাব্যথার ওষুধসহ জরুরি চিকিৎসাসেবা রাখার ব্যবস্থা করেছি। গুচ্ছের অন্যান্য ইউনিট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও আমরা একই সেবা দিয়েছি। ‘পানি লাগবে পানি’—জুলাই বিপ্লবের সেই স্লোগানকে ধারণ করেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
যবিপ্রবি ব্লাড ব্যাংকের এক সদস্য জানান, “আমরা শুধু রক্তদান বা রক্ত ম্যানেজ করাই নয়, বরং সব সময় মানবিক কাজেও যুক্ত থাকি। আজকের পরীক্ষার্থীদের জন্য মোবাইল ও ব্যাগ রাখার ব্যবস্থা করেছি। অভিভাবকদের বসার সুব্যবস্থাও করেছি। গতকাল আসা কিছু শিক্ষার্থীর থাকার ব্যবস্থাও করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে।”
পরীক্ষা উপলক্ষে এসব উদ্যোগ আগত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।