বিডিটাইম ডেস্ক
বর্তমান সংকটময় সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “১৯৭১ সালে আমরা যেভাবে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি, আজও সেই চেতনাই আমাদের পাথেয় হতে হবে। কোনো বিভাজন নয়, ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে আমাদের দেশ গড়তে হবে।”
শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর ফার্মগেট খামারবাড়ীর বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিষ্টান ফোরাম আয়োজিত ‘ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি জাতীয়তাবাদী দর্শন উপহার দিয়েছিলেন, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার রয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই সংখ্যালঘু শব্দটিকে অপছন্দ করতেন। তিনি বলতেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একটি কঠিন সময় পার করছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের বহু ত্যাগ রয়েছে। শহীদ হয়েছেন অনেক তরুণ, কারাগারে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারেক রহমান আজও নির্বাসনে আছেন। আমরা সবাই কষ্ট করেছি—শুধু গণতন্ত্রের জন্য। এমন একটি রাষ্ট্র চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
তিনি আরও বলেন, “সেই গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে আমাদের এক হতে হবে। প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়েই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জন গমেজ। এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, আব্দুস সালাম, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ঢাকা মহা ধর্ম প্রদেশের আর্চবিশপ বিজয় এনডি ক্রুজ, এবং খ্রিষ্টান ফোরামের মহাসচিব অনিল লিও কস্তা।
অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।