বিডিটাইম ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে সশস্ত্র হামলা চালিয়েছে একদল ইজিবাইক চালক। সোমবার (১২ মে) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। হামলার সময় চালকরা লোহার গেট ভেঙে প্রায় দেড় ঘণ্টা ভবনটি অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন ও পলাশ। তাৎক্ষণিকভাবে আহত বাকিদের নাম জানা যায়নি।
সূত্র জানায়, যানজট নিরসন ও “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কার্যক্রমের আওতায় শহরের প্রধান সড়কে অনুমোদনহীন ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। এর প্রতিবাদে দুপুরে ইজিবাইক চালকরা নগর ভবনের সামনে জড়ো হয়ে মাইকিং ও স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা লোহার রড, ছুরি, চাকুসহ দেশীয় অস্ত্র হাতে নগর ভবনের গেটে আক্রমণ চালায়।
চালকরা তালা ভেঙে গেট খুলে ভবনের ভেতরে প্রবেশ করে এবং যাকে সামনে পেয়েছে তাকেই মারধর করে আহত করে। তাদের অভিযোগ, সিটি করপোরেশনের কর্মীরা নিয়ম মেনে ইজিবাইক চালালেও অহেতুক বাধা দেন, অর্থ দাবি করেন ও হয়রানি করেন। তারা দাবি করেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেও তারা বাধার মুখে পড়েন।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ইজিবাইক চালকদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে বিশৃঙ্খলার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। আজকের হামলার ঘটনায় জনমনে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, *“সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের নগর ভবনে হামলা চালানো হয়েছে। কর্মকর্তারা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।”*
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।