বিডিটাইম ডেস্ক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট বাড়ানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনার পর জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বলেন, “আজ আমাদের একটি প্রতিনিধি দল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তবে আগামীকাল আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব।”
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা অতীতেও পাশে ছিলাম, আগামীতেও থাকব।”
শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “আমাদের দাবি উপেক্ষা করলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”
সমাবেশে একাত্মতা প্রকাশ করে শিক্ষকরাও অংশ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “অন্য বিশ্ববিদ্যালয়গুলো আবাসনসহ নানা সুযোগ-সুবিধা পেলেও জবি এখনো বঞ্চিত। দাবি পূরণ না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকেও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হবে।”
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।