Top 5 This Week

নটরডেম কলেজের দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

Spread the love

বিডিটাইম ডেস্ক

রাজধানী ঢাকায় নটরডেম কলেজের দুই শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। একজন কলেজ ভবন থেকে নিচে পড়ে মারা যান, অপরজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনই ছিলেন এইচএসসি পরীক্ষার্থী।

নিহতরা হলেন—নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস (১৮) এবং প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত (১৮)। ধ্রুবব্রতের এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

সোমবার দুপুর ৩টার দিকে ধ্রুব নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবনের তৃতীয়তলা থেকে নিচে পড়ে যান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধ্রুবর সহপাঠী রাগীব মৃধা জানান, সেদিন তাদের টেস্ট পরীক্ষার ফলাফল দেওয়া হওয়ার কথা ছিল। সেই কারণে সবাই কলেজে উপস্থিত ছিলেন। তবে ধ্রুব কীভাবে নিচে পড়ে যান, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

ধ্রুবর বাবা বাণী ব্রত দাস চঞ্চল জানান, ঘটনার সময় কলেজে অভিভাবকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। তিনি গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেখেন, তার ছেলে রক্তাক্ত অবস্থায় রিকশায় করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, “ধ্রুবব্রত ভবনের তৃতীয়তলার বারান্দার রেলিংয়ে বসেছিলেন বলে কয়েকজন জানিয়েছেন। কীভাবে পড়ে গেলেন, তা কেউ স্পষ্ট জানাতে পারেননি। তদন্ত চলছে।”

অপরদিকে, একই দিনে রাজধানীর কমলাপুরের একটি বাসা থেকে নটরডেম কলেজের আরেক শিক্ষার্থী আরাফাতের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কমলাপুরের জসিম উদ্দিন রোডের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

আরাফাতের দুই সহপাঠী বিশ্বনাথ চৌধুরি ও রিমন চৌধুরি জানান, তারা একই ফ্ল্যাটে থাকতেন। সোমবার সন্ধ্যায় আরাফাতের রুম থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে উপপরিদর্শক ফারাবী বলেন, “আমরা যতটুকু জেনেছি, আরাফাত মানসিক চাপে ছিলেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

নটরডেম কলেজে এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উভয় ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish