Top 5 This Week

চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

Spread the love

বিডিটাইম ডেস্ক

চট্টগ্রাম আদালতে চোরাই সন্দেহে জব্দ করা তিনটি গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ্য এই নিলামে দুটি গাভি ও একটি বাছুর ১ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছেন মোহাম্মদ ফরহাদুল আলম নামের এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়। নগরীর আকবরশাহ থানা পুলিশ গরুগুলো জব্দ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠায়।

আদালত সূত্র জানায়, গত ১২ মে নিলামের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। এরপর ৮৪ জন ক্রেতা নিলামে অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে গরুগুলো কিনে নেন আইনজীবী ফরহাদুল। গরুগুলোর দর ওঠে ১ লাখ ২৪ হাজার টাকা, তবে ভ্যাট ও আয়করসহ মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার টাকা।

নিলাম শেষে গরুগুলো তিনি নিজ গ্রাম ফটিকছড়িতে নিয়ে যান।

আকবরশাহ থানার পরিদর্শক মো. শফিক বলেন, “৮ এপ্রিল উত্তর কাট্টলী এলাকা থেকে মালিকানাবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়। কেউ মালিকানা দাবি না করায় আদালতের নির্দেশে তা নিলামে বিক্রি করা হয়।”
ধারণা করা হচ্ছে, গরুগুলো চোর চক্র চুরি করে এনে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish