Top 5 This Week

১১ দিনের তাপপ্রবাহের অবসান, বাড়ছে বৃষ্টি

Spread the love

বিডিটাইম ডেস্ক

টানা ১১ দিন পর দেশের বিভিন্ন অঞ্চলে কমে এসেছে তাপপ্রবাহ। ৭ মে শুরু হওয়া এ তাপপ্রবাহ শেষ হয়েছে ১৭ মে। রোববার (১৮ মে) দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মে মাস সাধারণত বছরের দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস হলেও এবার দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা গেছে। চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত মাসেও হয়নি।

রোববার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় হতে পারে হালকা বৃষ্টি।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়েছে। আজ রোববারও সারাদেশে বৃষ্টি হয়েছে। খুলনা অঞ্চলের তাপপ্রবাহ দূর হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। আজকের মধ্যে সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে।

তিনি আরও বলেন, মে মাসের বাকি দিনগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা খুব কম। হলেও তা হবে দুই-একটি জেলায় এবং ২-৩ দিনের জন্য। মাসজুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও ভ্যাপসা গরম চলতে পারে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish