পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মহান শহীদ দিবস ও একুশে ফেব্রুয়ারি আন্তর্জতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (২১ফেব্রুয়ারি ) ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি বের হয়। স্কুল, কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সরকারি, বেসরকারি অফিস, আদালত, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত ভাবে উত্তোলন করা হয়েছে।
বুধবার সকাল ৭ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব (এমপি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি,
কলাপাড়া রিপোটার্স ক্লাব, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন, উপজেলা স্বাস্থ্র বিভাগ,একুশে ক্লাব, মহিলা কলেজ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনসহ বভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় ভাষা শহিদদের আত্মার প্রতি শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া উপজেলার মহিপুর ও কুয়াকাটা এ দিবসটি যথায্যোগ্য মর্যাদায় পালিত হয়েছে।