Top 5 This Week

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে এফএমবি বিভাগের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।

নবীনদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, তোমরা সৌভাগ্যবান যে এমন একটি বিভাগে ভর্তি হতে হয়েছো যেখানে তোমরা নিজেদের কে আলোকিত করতে পারবে।  গবেষণা করার সুযোগ পাবে। তবে তোমাদের পড়াশোনা করতে হবে। যাতে তোমরা দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারো।

এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের বলেন,  বিশ্ববিদ্যালয়ে বিদায় বলতে কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের যোগসূত্র সবসময় থাকবে। যেখানেই যাবে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হয়ে থাকবে। এখন থেকে তোমরা এ বিশ্ববিদ্যায়ের গর্বিত অ্যালামনাই। আমরা তোমাদের বেসিক তৈরি করে দিয়েছি, এখন তোমাদের নতুন অনেক কিছু শিখতে হবে। এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এর আগে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ফুল ও সম্মননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিভাগটির আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এর আগে ক্রীড়া সপ্তাহে ২৪ রকমের খেলাধুলার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

আরিফুল হোসেন ও সাদরিতা সরকার শশীর সঞ্চলনায় অধ্যাপক ড. সুব্রত মন্ডলের সভাপতিত্বে  আরও উপস্থিত  ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, এফএমবি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক মো. সারোয়ার-ই-মাহফুজ, ড. শারমিন সুরাইয়া, মোছা. শারমিন নাহার, এফএমবি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান, হাবিব কায়সার, মাইমুনা মোকারমাসহ, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish