বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্বদ্যালয়ে ফ্যাসিস্টবাদদের স্বারক সম্মাননা দেওয়ায় স্বারক সম্মাননা গ্রহণ করেন নি অন্তবর্তিকালিন সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ শনিবার (১২ অক্টোবর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকি উৎযাপন ও প্রধান ফটকের উদ্ধোদন করার জন্য প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম অংশ গ্রহণ করেন। প্রধান ফটক উদ্ধোধন করার পর অনুষ্ঠানে পর্যায় ক্রমে বক্তব্য রাখেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে। সুতরাং উন্নয়ন বরাদ্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আর বৈষম্যের শিকার হবে না। চব্বিশের গণঅভ্যুত্থান এখনো শেষ হয়নি, এর বিপ্লব ঘটাতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকদের সম্মাননা দিয়েছেন।
বক্তব্যের মাঝে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধি কোটা আন্দোলনে যেসব শিক্ষকরা বাধা দিয়েছিল এবং আক্রমণ করেন, তাদের সম্মাননা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিউত্তরে উপদেষ্টা বলেন, এ সম্পর্কে আমি জানতাম না। যেহেতু এ মঞ্চ হতে আওয়ামিলিগ দোসররা সম্মাননা পেয়েছেন আমি এ সম্মাননা নিচ্ছি না। যদি আমি ভবিষ্যতে এর যোগ্য হই তখন গ্রহন করব।