বিডিটাইম ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে “গণহত্যাকারী” আখ্যায়িত করে দলটি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে এ কর্মসূচি শুরু হবে বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন।
হাসনাত লিখেছেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।”
এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর, বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছে।