Top 5 This Week

আট পেরিয়ে নয়ে নৃবিজ্ঞান বিভাগ

Spread the love

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অষ্টম বর্ষ পূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নানা আয়োজনের মধ্য দিয়ে নৃবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। টি-শার্ট বিতরণ, গঠনমূলক আলোচনা সভা,কেক কাটা, র‍্যালী এবং খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এরপর পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ প্রসঙ্গে বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুল নাঈম তার অনূভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন,নৃবিজ্ঞান বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। নৃবিজ্ঞান বৈচিত্র্যতাকে সৌন্দর্য হিসেবে গণ্য করে র‍্যালী, খেলাধূলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এতটা সুশৃঙ্খল ও সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য নৃবিজ্ঞান পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ এবং নৃবিজ্ঞান বিভাগ সময়ের সাথে সাথে আরও এগিয়ে যাবে।

বিভাগের শিক্ষার্থীরা জানায়,অষ্টম বর্ষ পূর্তি সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত।প্রতি বছরই যেনো এই ধারাবাহিকতা বজায় থাকে এই প্রত্যাশা কামনা করছি এবং ধন্যবাদ জানাতে চাই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish