বিডিটাইম ডেস্ক :
দীর্ঘ ২৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তারা প্রথমবারের মতো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) শিরোপা জিতে নিয়েছে। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তারা এই মাহেন্দ্রক্ষণে পৌঁছায়।
সাউথ আফ্রিকার হয়ে জয়ের নায়ক ছিলেন ওপেনার আইডেন মার্ক্রাম, যিনি দায়িত্বশীল এক সেঞ্চুরিতে (১৩৬ রান) ম্যাচের গতিপথ বদলে দেন। অধিনায়ক টেম্বা বাবুমা খেলেছেন ৬৬ রানের ধৈর্যশীল ইনিংস, যেটি ছিল জয়ের ভিত। উল্লেখযোগ্যভাবে, বাবুমা-ই প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হিসেবে কোনো আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করলেন।
ব্যাট-বলের যুদ্ধ
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৩৮ রানে অলআউট হলেও, তাদের বোলাররা দারুণভাবে ফিরে এসে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২১১ রানে গুটিয়ে দেয়। এরপর দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা দেখায় আত্মবিশ্বাস ও স্থিরতা। আইডেন মার্ক্রাম ও বাবুমার জুটি ১৪৫ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয়।
শেষ পর্যন্ত কাইল ভাররেইন দলের হয়ে বিজয়সূচক রান করেন, আর ম্যাচের শেষ ওভারে ইতিহাসের রঙিন মুহূর্তটা স্পষ্ট হয়—দক্ষিণ আফ্রিকা এখন আর ‘চোকার্স’ নয়, বরং শিরোপাধারী!
দীর্ঘ প্রতীক্ষার অবসান
১৯৯৮ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আর কোনো আইসিসি শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। নানা সময় শিরোপার কাছাকাছি গিয়েও তারা ফিরে এসেছে খালি হাতে। এই জয়ে শুধুই একটি ট্রফি নয়, প্রোটিয়ারা ভেঙেছে ‘চোকার্স’ তকমা, কাটিয়ে উঠেছে অতীতের ভয়।
খেলোয়াড়দের প্রতিক্রিয়া
ম্যাচ শেষে অধিনায়ক টেম্বা বাবুমা বলেন,
“এটা শুধু ক্রিকেট নয়, এটা আমাদের জাতির জন্য এক বিশাল গর্ব। আজ প্রমাণ হয়েছে—আমরাও পারি।”
সেঞ্চুরিয়ান মার্ক্রাম বলেন,
“আমরা জানতাম, এই ম্যাচ আমাদের ইতিহাস বদলে দিতে পারে। সেটাই হয়েছে।”
এই জয় দক্ষিণ আফ্রিকার ক্রীড়াঙ্গনে এক নতুন সূচনা—যা শুধুমাত্র তাদের ক্রিকেট ইতিহাস নয়, গোটা দেশের আত্মপরিচয়কেই নতুন মাত্রা দেয়।