Top 5 This Week

এনসিপি নেতার আপত্তিকর ভিডিও প্রকাশ: খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় এনসিপি (ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি) নেতা মো. আবু বকর সিদ্দিকের আপত্তিকর ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই সাংবাদিক ও একজন স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

মামলাটি গত ২৯ জুন খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলমকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন, দৈনিক জনবাণীর কয়রা উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ মল্লিক, একই উপজেলার দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম রব্বানী ও মারুফ বিল্লাহ, কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের সাইফুল্লাহ সানার ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুন একটি অনলাইন পোর্টালে আব্দুর রউফ মল্লিক বাদী আবু বকর সিদ্দিকের একটি আপত্তিকর ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেন। পরে সেই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

১২ জুন একই ভিডিওসহ প্রতিবেদন দৈনিক নয়াদিগন্ত ও জনবাণী পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদনের বিষয়ে জানতে বাদী ১ নম্বর আসামির সঙ্গে যোগাযোগ করলে তিনি ২ নম্বর আসামি গোলাম রব্বানীর অফিসে গিয়ে দেখা করতে বলেন।

১৩ জুন বাদী সেখানে গেলে তিনজন একত্রে উপস্থিত থাকেন এবং অভিযোগ অনুযায়ী তারা বাদীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে এমন ধরনের প্রতিবেদন চলবে বলেও হুমকি দেওয়া হয়।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন,“প্রাথমিক তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে একজন সম্মানিত ব্যক্তির ভিডিও ছড়িয়ে দিয়ে তারা অপরাধ করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।”

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। তারা এক বিবৃতিতে বলেন,“এই মামলা সাংবাদিকদের হয়রানি ও স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish