Top 5 This Week

কক্ষ পরিষ্কার রাখলেই মিলবে পুরস্কার

Spread the love

 

যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলের শিক্ষার্থীদের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা জন্য পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে হল প্রশাসন।

বুধবার (২৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারী-২০২৫ খ্রি. থেকে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষন কমিটি ছাত্রদের কক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ ও বিচার করে নম্বর প্রদান করবেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনটি কক্ষকে পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান বলেন, আরো আগে থেকেই এই উদ্যোগটা নেওয়ার কথা ছিলো কিন্তু বিভিন্ন ধাপ অতিক্রম করে আসতে আসতে দেরি হয়ে গেছে। হল এবং এর আশেপাশের পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীরা যেন আরো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকে সেই কারণেই এই উদ্যোগ গ্রহন করা। পাঁচজনকে নিয়ে একটি পরিচ্ছন্নতা কমিটি গঠন করা হয়েছে। তাদের হাতে থাকবে ৮০ নাম্বার এবং হল প্রভোস্টের নিকট থাকবে ২০ নাম্বার। পরিচ্ছন্নতা কমিটি প্রতিমাসে পরিস্কার-পরিচ্ছন্নতা সাপেক্ষে পাঁচটি রুম নির্বাচন করবে, এরমধ্য থেকে তিনটি রুম হল প্রভোস্ট পুরস্কারের দেওয়ার জন্য নির্বাচন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish