কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চাটগাঁইয়াদের সংগঠন চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ১৭তম আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ১২তম ও ১৩তম আবর্তনের শিক্ষার্থীদের প্রবীণ বিদায় দেয়া হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, মো. জিনাত মোহসিন। এছাড়াও, অনুষ্ঠানটিতে সংঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. শহীদুজ্জামান বাবু বলেন, চট্টগ্রামের মানুষের মাঝে আত্মার বন্ধন চিরদিনের। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যকে বুকে ধারণ করে চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুকে বেঁচে থাকবে হাজার বছর।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মাদ আহসান উল্লাহ বলেন, এই পৃথিবীটা সুন্দর করার জন্য সবারই প্রচেষ্টা দরকার। এজন্য সবার আগে নিজেকে জানতে হবে। আমাদের ইংরেজিতে আরও দক্ষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়া হওয়ার কারণে সাধারণত বাংলা মিডিয়া থেকে আসার কারণে আমাদের একাডেমিক পড়া বুঝতে কষ্ট হয়। সারাদিন কি করছি এটা নিয়ে আত্মসমালোচনা করা।নিয়মিত পড়াশোনা করতে হবে , একদিন কম হলে অন্য দিন বেশি পড়ে তা পূরণ করতে হবে।