Top 5 This Week

কুবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

কুবি প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রায় শতাধিক বৃক্ষরোপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ

মঙ্গলবার (২৩ এপ্রিল) মেইন গেটের পাশে, মুক্তমঞ্চ, ডরমিটরিসহ  বিভিন্ন জায়গায় প্রায় অর্ধশতাধিক বৃক্ষরোপণ করা হয়।
কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হোসেন পলাশ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছি। সাংগঠনিক কোন কমিটি না থাকা সত্ত্বেও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। যদি কমিটি আসে তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি মডেল ইউনিট হিসাবে উপস্থাপন হবে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাংগঠনিক সম্পাদক রবিন দাস বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে।  বাংলাদেশ ছাত্রলীগ, প্রতিবছরের ন্যায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি।
এসময়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish