Top 5 This Week

কুবিতে তীব্র তাপদাহে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

কুবি প্রতিনিধি

তীব্র তাপদাহের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় জরুরি অ্যাকাডেমিক কাউন্সিলের (৮০তম) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাকাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা যায়, চলমান পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম সাধারণভাবে ২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে কোন বিভাগীয় প্রধান চাইলে পরীক্ষা এরমধ্যে নিতে পারবেন। রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলবে।

তাঁরা আরও জানান, শিক্ষার্থীদের কথা বিবেচনায় সীমিত পরিসরে পরিবহন সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এসব বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

উল্লেখ্য, দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish