কুবি প্রতিনিধি,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত বাকলিয়া সরকারি কলেজে (BGC) সাবেক শিক্ষার্থীদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শাহিদুল ইসলাম অভি এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাহরিয়া সাজিদ।
বৃহস্পতিবার (২৩ মে) সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মো. আশিক, কাশপিয়া কাসেম এবং মোহাম্মদ মহিউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মো. আবির।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।