কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।
রবিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক পদ হতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ কে অব্যাহতি প্রদানপূর্বক তদ্স্থলে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন কে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন, ২০১৩ এর ধারা ১২(১) অনুযায়ী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) পদে পরবর্তী দুই (০২) বছরের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দায়িত্ব প্রদান করা হল।