শাহ ইমরান জেলা প্রতিনিধি:
মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুড়ে ডাকাতি করতে প্রস্তুতি চলাকালীন সময়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টিম। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হজরত আলী (৩৮), একই গ্রামের মো. হাসান (২২), চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন (৩৮), একই উপজেলার পরচঙ্গা গ্রামের মো. কাউছার (৪০) ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মো. জহির (৪২)।
পুলিশ সুপার জানান, গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ১০ ডাকাত পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক ) নাজমুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।