বিডিটাইম ডেস্ক
রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লাস চলাকালীন অনুষ্ঠান করতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কলেজটির অন্তত ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া জানান, দুপুর ২টার দিকে কাফরুল থানা ছাত্রদলের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহবুব কলেজে এসে একটি অনুষ্ঠান করার অনুমতি চান। অধ্যক্ষ ক্লাস চলাকালীন অনুষ্ঠান করতে না দেওয়ার কথা জানালে তিনি চলে যান। তবে এক ঘণ্টা পর ফয়সাল মাহবুব ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে ফিরে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
তিনি আরও জানান, হামলায় আহত ১১ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা তাকে “আওয়ামী লীগের দোসর” বলেও গালিগালাজ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে ছয়জনকে আটক করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।
আহত শিক্ষার্থীরা হলেন: মো. রিফাত আহমেদ, রাকিবুল হাসান, আয়নার হোসাইন, তরজু, সাঈদ আল রহমান, রাজু, আলী কদম, হোসাইন, সাব্বির রহমান, সাফি ও রাতুল।
এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে সেনাবাহিনী আটক করেছে। আটকরা হলেন—ফয়সাল মাহবুব, রিফাত আহমেদ, শাহরিয়ার প্রান্ত, আতাউর রহমান ও আকাশ। একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।”
এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, কাফরুল থানা ছাত্রদলের বর্তমানে কোনো কমিটি নেই। কলেজে কারা হামলা করেছে, তা তার জানা নেই। তিনি দাবি করেন, ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়।