Top 5 This Week

চকরিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, বড় ভাই আহত

বিডিটাইম ডেস্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে ঘরে ঢুকে ছুরিকাঘাতে আব্দুর রশিদ (১৮) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে।

এ সময় তাঁর বড় ভাই তাজুম উদ্দিন ওরফে বাদশাও গুরুতর আহত হন। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রশিদ ওই এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে। আহত তাজুম উদ্দিন বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, স্থানীয় মোহাম্মদ সায়েম ওরফে জুনাইদ (২২) ছুরি হাতে এসে রশিদের ঘরের দরজায় কড়া নাড়েন। দরজা খুলতেই তিনি বড় ভাই তাজুমকে ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে রশিদ ঘুম থেকে উঠে এলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আগের রাতে মদ খাওয়া নিয়ে রশিদের সঙ্গে সায়েমের বাগ্‌বিতণ্ডা হয় এবং হাতাহাতির ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সায়েমের বিরুদ্ধে আগে থেকেই ছিনতাইসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, “রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তাজুমের চিকিৎসা চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish