ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দেওয়ার অভিযোগ এবং কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার (৪মে) ইসলামাবাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, চেনাব নদীর পানি প্রবাহ হঠাৎ কমে যাওয়ায় পাকিস্তানে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে নির্দেশ দিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের আগ্রাসী কর্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য এবং সিন্ধু পানিচুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, “এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে ভারতের পদক্ষেপ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে এটি একটি কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ।”
এদিকে আজ ইসলামাবাদে সর্বদলীয় বৈঠক ডেকেছে পাকিস্তান সরকার, যেখানে দলগুলোর শীর্ষ নেতাদের বিদ্যমান জাতীয় নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করার কথা রয়েছে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর। তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি জানায়, ভারত চেনাব নদীর পানিপ্রবাহ কমিয়ে দিয়েছে—এমন খবর প্রকাশ্যে আসার পরই উত্তেজনা নতুন মাত্রা পায়।
এ ছাড়া পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেন। এতে তিনি ভারতের উসকানিমূলক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কাশ্মীর হামলা নিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার অংশগ্রহণকে স্বাগত জানাবেন বলেও জানান।