বাউফলে ছোট ভাইকে পেটানোর বিচার চাওয়ায় বড় ভাইকে কুপিয়ে রগ কেটে দিল সন্ত্রাসীরা
পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের উপর হামলার বিচার চাওয়ায় বড় ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ মে) রাত সোয়া ৮টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়কে এই নৃশংস ঘটনা ঘটে।
আহত তরুণের নাম মো. তাওসিফ ইসলাম অর্ক (১৭)। তিনি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তার ছোট ভাই মো. সূর্য খান (১৪) একজন স্কুলছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সূর্য খানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ করে সূর্যের সহপাঠীরা। সেই কর্মসূচিতে অংশ নিয়ে হামলাকারীদের বিচার দাবি করেন অর্ক।
অর্কের বাবা তৌহিদুল ইসলাম খান ফয়সাল জানান, কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে অর্ককে বাউফল শ্রমিক লীগের নেতা সফিজ সিকদারের নেতৃত্বে ৮–১০ জন সন্ত্রাসী মোটরসাইকেল থেকে টেনে ফেলে কুপিয়ে জখম করে। তারা অর্কের ডান পায়ের তিনটি রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারুখ বলেন, অর্কের ডান পায়ের তিনটি রগ কেটে গেছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সফিজ সিকদারের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার স্বজনরা অভিযোগ অস্বীকার করেছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, “এখনো লিখিত অভিযোগ পাইনি, খোঁজ নিচ্ছি।”