বিডিটাইম ডেস্ক
ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। গত ১৬ জুন স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে ।
বুধবার (২৫ জুন) কনা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
এক আবেগঘন ফেসবুক পোস্টে কনা লিখেছেন,”জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায়। তেমনি, বিচ্ছেদও ঘটে তাঁরই ইশারায়। আমি ও গহিন ছয় বছরের সংসার জীবনের পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটি একান্ত ব্যক্তিগত ও সম্মানজনক সিদ্ধান্ত।”
তিনি আরও লেখেন,”আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকবো। জীবনের নতুন অধ্যায়ে যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি—এটাই প্রত্যাশা।”
কনার সঙ্গে গহিনের বিয়ে হয়েছিল ২০১৯ সালের ২১ এপ্রিল। ঢাকার একটি ঘরোয়া অনুষ্ঠানে পারিবারিক পরিমণ্ডলে এই বিয়ে সম্পন্ন হয়। শুরুটা যেমন নিরব ছিল, শেষটাও হলো অনেকটা নিভৃতেই।
সংসারজীবনের জটিলতা পেরিয়ে এখন গানে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন কনা। তিনি বলেন,”এই মুহূর্তে আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই। এই গানই আমাকে আজকের কনা বানিয়েছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ।”
বিচ্ছেদের ঘোষণা আসার পর সামাজিক মাধ্যমে কনার ভক্তরা তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন। অনেকেই তার শক্ত মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করেছেন।