Top 5 This Week

“জোটবদ্ধ কুমির আপনাদেরই খাবে” — আসিফ মাহমুদ

বিডিটাইম ডেস্ক

আওয়ামী লীগ ও দিল্লির সঙ্গে গঠিত ‘জোট’কে হুঁশিয়ার করে ফেসবুক পোস্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, “আপনারা যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে।” বৃহস্পতিবার (২২মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। আপনি হয়তো তাদের জোটভুক্ত হন, তবে সাময়িকভাবে আপনাকে তারা ব্যবহার করছে।”

তবে তিনি যে ‘নর্থ’-এর কথা বলেছেন, তা দিয়ে ঠিক কোন পক্ষ বা শক্তিকে ইঙ্গিত করেছেন—তা স্পষ্ট নয়।

পোস্টে আসিফ মাহমুদ আরও লিখেছেন, “আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস—গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনো দিকেই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের নিয়তি।”

দেশের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে উপদেষ্টার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যে তার পোস্টকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish