বিডিটাইম ডেস্ক
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঝটিকা মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোমিনুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বায়তুল মোকাররম এলাকায় হঠাৎ মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে পল্টন থানা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে নাইম ভুঁইয়াসহ আটজনকে আটক করে।
গ্রেফতার নাইম ভুঁইয়া নড়াইল পৌরসভার ভওয়াখালীর বাসিন্দা। তিনি নড়াইলে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি হামলার সঙ্গে যুক্ত এবং এ সংক্রান্ত একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার বিষয়ে পল্টন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।