Top 5 This Week

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো ‘Raxoll’  হাত ধোয়া কর্মসূচি

Spread the love

বিডিটাইম ডেস্ক

স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় ‘রেক্সল দ্বারা সুরক্ষিত’ নামের  হাত ধোয়া কর্মসূচি আয়োজন করলো রেডিয়েন্ট কেয়ার লিমিটেড (আর সি এল)।

রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের সাবানের ব্র্যান্ড ‘Raxoll’-র তত্ত্বাবধানে হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালার অংশ হিসাবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঝিনাইদহের ‘জাহেদী ফাউন্ডেশনের’ ২ টি স্কুলের ক্যাম্পাসে এই কর্মসূচি পরিচালিত হয়।
বিশেষ শিশু সহ মোট ২৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে গিফট কার্ড বিতরণ, সেমিনার আয়োজন, হাত ধোয়ার মাধ্যমে শিশুদের কোমল মনকে উজ্জীবিত করে হাতের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।
মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনিরার উপস্থিতিতে বিদ্যালয়ের ৫০ জন বিশেষ শিশু শিক্ষার্থীকে এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে খেলার ছলে হাত ধোয়ানো হয়। মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ২০০৯ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি জেলার বিশেষ শিশুদের  অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ৫ম শ্রেণির পড়াশোনার পাশাপাশি বিশেষ থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করার প্রশিক্ষণ দেয়া হয়।  ২০২৩ সালে উক্ত স্কুলের শিক্ষার্থীরা বার্লিন স্পেশাল অলিম্পিক এ ৩ টি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করে।

অপর প্রতিষ্ঠান জবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফ উজ জামানের উপস্থিতিতে ২০০ জন শিক্ষার্থীকে হাত ধোয়ান স্বাস্থ্যকর্মীরা। এইসময় তাদের হাতে তুলে দেওয়া হয় গিফট। ২০২৪ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে জবেদা খাতুন একাডেমি। শুরু থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৬০ ডিগ্রি এ্যাপ্রোচে শিক্ষার ব্যবস্থা করা  হয়।
হাত ধোয়ার এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। এই সময় বিদ্যালয় গুলিতে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish