বিডিটাইম ডেস্ক
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির শীর্ষ ১৬ নেতা টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে একযোগে পদত্যাগ করেছেন।
তাদের পদত্যাগের প্রতি সমর্থন জানিয়ে আরও প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীও পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন।
রোববার (১৮ মে) রাত ৯টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান, সংগঠক আদনান সামির, মাহদী হাসান অনিক, রাতুল, এনায়েত রাব্বি, সদস্য আরাফাত সানি আপন, আল শামস সিয়াম, আল আমিন, সীমান্ত হোসেন, মোজাহিদ, আল তানজীল আহসান, জেলা কমিটির সদস্য মুবতাসিম ফুয়াদ সাদিদ, জুনাইদ ইসলাম সাদিদ, সৃজন শাহ, মাহতাব হোসেন আবির ও সাওম মাহমুদ সিরাজ। এর আগে গত ১৫ মে জেলা কমিটির আরেক সদস্য মাহমুদুর রহমান লিওনও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, জেলা ও মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিবসহ কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা এসব অপকর্মের দায় নিতে না পেরে সংগঠন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে সিয়াম আহসান আয়ান অভিযোগ করেন, “রংপুর সিটি করপোরেশনে ৩০ জনের নিয়োগ বাণিজ্য, মেলায় জুয়ার আসর থেকে চাঁদা, জমি দখল, মামলা বাণিজ্যসহ নানা অনিয়মে জড়িয়েছে কমিটির শীর্ষ কয়েকজন নেতা। আন্দোলনের শেষদিকে এসে তারা আন্দোলনে যুক্ত হয়, অথচ মূল কর্মীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধা নেয়।”
পদত্যাগকারী মাহতাব হোসেন আবির বলেন, “দুই মাস আগে একটি বাণিজ্য মেলায় হাউজি জুয়ার আসর বসিয়ে ১৪ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। এর পাশাপাশি গত বছর বন্যার্তদের জন্য তোলা ৮৭ হাজার টাকার ত্রাণ তহবিল আত্মসাতের অভিযোগও রয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, “আমরা ষড়যন্ত্রের শিকার। আগামীকাল সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।” মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, “আমি কোনো অপকর্মে জড়িত নই। কেউ অভিযোগ করলে প্রমাণ হাজির করুক।”
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি এবং ইমরান আহমেদ ও ডা. আশফাক আহমেদ জামিলকে যথাক্রমে আহ্বায়ক ও সদস্য সচিব করে ১৫৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।