বিডিটাইম ডেস্ক
প্রতারণার মাধ্যমে প্রায় ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির (বার) সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিন মেয়াদের ১১ জন নেতার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৯ জুন) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান বাদীদের বক্তব্য শুনে মামলাগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলাগুলো করেছেন বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা ও আইনজীবী জহিরুল হাসান মুকুল।
আসামিরা হলেন—২০২৪–২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন ও ট্রেজারার ওমর ফারুক। ২০২৩–২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহসাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ ও ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি। ২০২২–২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু ও ট্রেজারার নুর হোসেন।
তিনটি মামলায় মোট আত্মসাতের অভিযোগ করা অর্থের পরিমাণ ১১ কোটি টাকা। প্রথম মামলায়, ২০২৪–২৫ মেয়াদের চার নেতার বিরুদ্ধে ১১ লাখ ২০ হাজার ৫১১ টাকা আত্মসাতের অভিযোগ। দ্বিতীয় মামলায়, ২০২৩–২৪ মেয়াদের চার নেতার বিরুদ্ধে ৮ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২৯০ টাকা আত্মসাতের অভিযোগ। তৃতীয় মামলায়, ২০২২–২৩ মেয়াদের তিন নেতার বিরুদ্ধে ২ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ৪০১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি খোরশেদ মিয়া আলম সাংবাদিকদের জানান, মামলাগুলো বর্তমান কমিটির পক্ষ থেকে করা হয়েছে এবং আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।