Top 5 This Week

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ -মিছিল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

 

সাফিনা গাজী এমি, নজরুল বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে থেকে কোটা বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু অনগ্রসর গোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ ৫% রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা দুপাশ দিয়ে মহাসড়কে অবস্থান করে ব্লকেড তৈরি করেন যার ফলে যানজটের সৃষ্টি হয়। এমনকি বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা।

আন্দোলনে শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা”, “জেগেছেরে জেগেছে ছাত্রসমাজ জেগেছে”, ” লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে”, “একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার”, “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই”, “কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক”, “সারাবাংলায় খবর দে, কোটাপ্রথা কবরদে” স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা নিজ বক্তব্যে বলেন, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কোটাপ্রথার বিরুদ্ধে। আমরা চাই বাংলাদেশ মেধাবীদের দ্বারা পরিচালিত হোক। শুধুমাত্র কোটা না থাকার কারণে একজন মেধাবী কেনো পিছিয়ে থাকবে। আমরা চাই এই কোটাকে যেনো সংস্কার করে ৫% এ নিয়ে আসা হয়। আর এটি যেনো নির্বাহী বিভাগ থেকে আইন পাশের মাধ্যমে সিদ্ধান্ত দেয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে কোটা প্রথা সংস্কারের আন্দোলনের পর সরকারি চাকরিতে বিদ্যমান কোটাপদ্ধতি বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে চলতি বছরের ৫ জুন পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করে রায় দেয় উচ্চ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish