Top 5 This Week

দ্বিতীয় মেয়াদেও ঐতিহাসিক জয় অ্যান্টনি আলবানিজের

Spread the love

বিডিটাইম আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি নেতৃত্বাধীন লেবার পার্টি ১৫০টি আসনের মধ্যে ৮৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

২০০৪ সালের পর আলবানিজই প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি মেয়াদে সরকার গঠন করছেন। এবারের নির্বাচনে ‘ট্রাম্পবিরোধী’ অবস্থান নিয়ে লেবার পার্টি শক্তিশালী অবস্থান নেয়। এ ফলাফলের বড় চমক ছিল, বিরোধী নেতা পিটার ডাটনের নিজ আসনে পরাজয়।

পরাজয় স্বীকার করে স্থানীয় সময় রাত ১০টায় জয়ী ঘোষণা করেন অ্যান্টনি আলবানিজ। বিজয়োত্তর বক্তব্যে তিনি বলেন, “বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে অস্ট্রেলিয়ানরা আশাবাদ ও দৃঢ় সংকল্পকে বেছে নিয়েছে।”

তিনি আরও বলেন, “মূল্যবোধ রক্ষা, চ্যালেঞ্জ মোকাবিলা, সম্ভাবনা কাজে লাগানো এবং একটি উন্নত ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার জন্য অস্ট্রেলিয়ানরা লেবার সরকারকে সমর্থন দিয়েছে।”

নির্বাচনী প্রচারে লেবার পার্টি মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি ও মুদ্রাস্ফীতির চাপ কমানোর ওপর জোর দেয়। বিপরীতে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন নির্বাচিত হলে কয়েক হাজার সরকারি কর্মচারীর জন্য ওয়ার্ক ফ্রম হোম সুবিধা বাতিল এবং রাজধানী ক্যানবেরায় ৪১ হাজার সরকারি চাকরি বাতিলের ঘোষণা দেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ছিল ডাটনের জন্য আত্মঘাতী প্রচারণা, যা তার পরাজয়ের অন্যতম প্রধান কারণ। এছাড়া, তার দল অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত, যেখানে লেবার পার্টি নিজেদের অভিবাসনবান্ধব হিসেবে তুলে ধরেছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ নিজেও একজন অভিবাসী পরিবারের সন্তান। তার পিতা ছিলেন ইতালীয়, আর তিনি নিজে ইংরেজিভাষী নন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish