Top 5 This Week

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃত্বে জিসান-শাহাদাৎ

Spread the love

 

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পঞ্চম কার্যনির্বাহী কমিটি-২০২৫ গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে দেশ রুপান্তর ডিজিটালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদৎ হোসেন ।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এসময় সংগঠনটির উপদেষ্টা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহাবুবুর রহমান জনি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম এবং সংগঠনটির সাবেক সভাপতি নিহার সরকার অংকুর উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- শর্মিষ্ঠা ভট্টাচার্য (বাংলা এফএম), যুগ্ম-সাধারণ সম্পাদক- অর্ণব আচার্য্য (বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক- আমিরুল ইসলাম বাপন (বাংলাদেশ জার্নাল), অর্থ সম্পাদক- জান্নাত জাহান জুই (সান নিউজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোঃ রোহান চিশতী (বাংলাভিশন ডিজিটাল)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নবাব মোঃ শওকত জাহান কিবরিয়া (দৈনিক আমার সংবাদ), নওসাদ আল সাইম (ফটোগ্রাফার), সাফিনা গাজী এমি (বিডি টাইম ২৪), আশরাফুল আলম (ফটোগ্রাফার), সানজানা অর্পা (বাংলাভিশন), রেফায়েত আলম রাব্বি (সংবাদ লাইভ ২৪)।

নব-নির্বাচিত সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেসক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সামনের দিনে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে কাজ করবে। সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলাই আমাদের লক্ষ্য। দায়িত্বের জায়গা থেকে চেষ্টা থাকবে সে ধারাবাহিকতা বজায় রাখা।

নবনির্বাচিত কমিটি বিকেলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish