Top 5 This Week

নোবিপ্রবিতে সোনাইমুড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কামরুল-নজরুল

 

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাইমুড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান সাকিব, নাঈমুল হক, ফারিহা জান্নাত, সাইফুল ইসলাম মুন্না, নাজমুল ইসলাম রায়হান, সজিব হোসেন, নজরুল ইসলাম ফয়সাল।

যুগ্ন-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রহমান মিজান, তাহমিদ হাসান নাবিদ, কানিজ ফাতেমা নিঝুম,আর এইছ ফাহিম সাংগঠনিক সম্পাদক, রাইসুল ইসলাম রাতুল, দপ্তর সম্পাদক মিরাজ মাহমুদ , অর্থ সম্পাদক শিহাব উদ্দিন ও ইসরাত জাহান মেরি , বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ ও উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ্ রিয়াদ , ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তাহমিদ ও উপ ক্রীড়া সম্পাদক নাজিফা নাওয়ার , সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামিয়া সানজু ও উপ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ , শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফ হাসান ও উপ শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আনিকা তাহসিন, নাঈমুর রহমান নাহিয়ান, সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে এম এ শাওন ও উপ সমাজসেবা সম্পাদক হিসেবে মো: ইকবাল হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিয়া আক্তার, গণ যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক নাঈম ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন, উপ ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার ইভান , নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক তাবাসসুম ইসলাম ও উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা।

সভাপতি হিসেবে কামরুল ইসলাম বলেন , আমি আমার সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয় সোনাইমুড়ীর অধীন সাবেক ও বর্তমান সবাইকে নিয়ে কাজ করবো এবং বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এর নামে একটি স্থাপনার নামকরণ করার দাবি উত্তাপন করবো।

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, উপদেষ্টামণ্ডলী আমাকে যোগ্য মনে করে অ্যাসোসিয়েশনের গুরুদায়িত্ব দিয়েছেন।দ্বায়িত্ব পেয়েই আমি এখন খুশি হতে চাই না, অর্পিত দ্বায়িত্ব যথাযথ পালনে সফলতা নিয়ে আসার মাধ্যমেই সত্যিকার অর্থে খুশি হতে চাই। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি ছিল, আমাদের প্রথম কাজ হবে দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরে আদায় করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish