Top 5 This Week

নোম্যান্স ল্যান্ডে বিএসফের খাল খননের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাঁধা

বিডিটাইম ডেস্ক

ফেনীর পরশুরামে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয়দের খাল খননের চেষ্টায় বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যেই ফেনীর মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বল্লামুখার বেড়িবাঁধ থেকে প্রায় ১০০ গজ উত্তরে, নোম্যান্স ল্যান্ডের প্রায় ১৫০ মিটার ভেতরে খাল খননের উদ্দেশ্যে স্কেভেটরসহ যন্ত্রপাতি নিয়ে আসে বিএসএফ। তবে স্থানীয়রা ও বিজিবির সরব উপস্থিতিতে বাধা পেয়ে তারা কাজ বন্ধ করে ফিরে যায়।

স্থানীয় বাসিন্দা নরুন নবী ও মোবারক হোসেন জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যেই ভারতীয়রা খাল খননের চেষ্টা করছিল। সীমান্ত পিলার থেকে মাত্র ২০-৩০ গজ ভেতরে খনন চালাতে চাইলে আমরা বিজিবিকে জানাই এবং পরে একত্রে তাদের বাধা দিলে তারা সরে যায়।

স্থানীয় সাংবাদিক গাজী মাসুদ রানা ও সুব্রত চক্রবর্তী জানান, ভারত পূর্বে খনন করা একটি খাল পুনরায় খনন করতে চাইলে তার একটি অংশ নোম্যান্স ল্যান্ডে পড়ায় বিজিবি বাধা দেয়। বিজিবি ও স্থানীয়রা সজাগ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ভারতের সুবিধার্থে টিলা কেটে পানি বাংলাদেশের দিকে ছাড়ার চেষ্টা করেছিল তারা। তবে বিজিবি ও স্থানীয়দের সচেতন ভূমিকার কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশি জমিতে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না।

এ বিষয়ে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, “ওই খালটি শূন্যরেখা থেকে ভারতের দিকে ১৫০ গজের মধ্যে পড়েছে। খাল খননের জায়গাটি নোম্যান্স ল্যান্ডে হওয়ায় আমরা কাজটি বন্ধ করেছি। দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজিবি জানিয়েছে, নোম্যান্স ল্যান্ডে কোনো স্থাপনা তৈরি বা খনন দুই দেশের আইনেই নিষিদ্ধ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish