পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪ সালের ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড.শরিফুল হকের সভাপতিত্বে গ্যালারি-২ এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর ড.কামাল হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. হারুনর রশীদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল হোসেন, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ।