Top 5 This Week

পারমাণবিক ইস্যুতে ওমানে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

Spread the love

বিডিটাইম ডেস্ক

চতুর্থ দফায় পরমাণু আলোচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী রোববার (১১ মে) ওমানের রাজধানী মাসকটে এই আলোচনায় বসবে দুই দেশের প্রতিনিধিদল। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাগচি।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, “আলোচনায় আমরা ধীরে ধীরে খুঁটিনাটি বিষয়ে প্রবেশ করছি। এই ধরনের আলোচনায় স্বাভাবিকভাবেই সময় লাগে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমরা ইতিবাচক পথে এগোচ্ছি।”

এই দফার আলোচনায়ও মধ্যস্থতাকারী হিসেবে থাকছে ওমান। এর আগে আলোচনা হওয়ার কথা ছিল ৩ মে ইতালির রাজধানী রোমে, কিন্তু ব্যবস্থাপনাগত জটিলতার কারণে তা স্থগিত হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নিতে পারেন ট্রাম্পের দূত

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নিতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, উইটকফ ওমানে আলোচনায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রাইটবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন “ইরানিরা বলেছে তারা পরমাণু অস্ত্র চায় না। যদি এটি সত্য হয়, তাহলে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে, সেন্ট্রিফিউজ ভেঙে ফেলতে হবে এবং জ্বালানি কম ঘনত্বে রূপান্তর করে বাইরে পাঠাতে হবে।”

আরব সফরে ইরানি প্রতিনিধি

আলোচনার আগেই শনিবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি **কাতার ও সৌদি আরব সফর করেন। সেখানে তিনি স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পরমাণু ইস্যুতে বৈঠক করেছেন বলে ইরান জানিয়েছে।

২০১৫ সালের চুক্তি ও তার ভাঙন

২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ইরান। চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে না এগোনোর শর্তে তাদের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যান, যার ফলে সেটি কার্যত ভেঙে পড়ে।

চুক্তিটি পুনরায় কার্যকর করার লক্ষ্যেই এই পরপর কয়েক দফা পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish