Top 5 This Week

পুতিনের সঙ্গে বসা ছাড়া ইউক্রেন ইস্যুতে অগ্রগতি সম্ভব নয়: ট্রাম্প

Spread the love

বিডিটাইম ডেস্ক

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর নিজের একসঙ্গে বসা ছাড়া উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫মে) কাতার থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আজ এয়ার ফোর্স ওয়ানে করে ইউএইতে যাওয়ার পথে সেখানে থাকা বিবিসির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, “দেখুন, পুতিন ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না, ঠিক আছে?”

তিনি আরও বলেন, “পুতিনের সেখানে (তুরস্ক) যাওয়ার কথা ছিল না। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন, কারণ ধারণা করেছিলেন আমিও সেখানে যাচ্ছি। কিন্তু আমি না গেলে তিনিও যাননি। আপনি পছন্দ করুন বা না করুন, আমি মনে করি, তিনি ও আমি একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই ঘটছে না। তবে আমাদের এটা সমাধান করতেই হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।”

এদিকে তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুলে আজ রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পৌঁছেছে। যদিও রাশিয়া-তুরস্ক প্রতিনিধিদের মধ্যে বৈঠকের কথা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায়। সেই থেকে প্রায় তিন বছর ধরে যুদ্ধ চলমান। শুরুর দিকে কিছু বৈঠক হলেও পরবর্তীতে সেই সংলাপ বন্ধ হয়ে যায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজ আনাতলিয়ায় ন্যাটোর একটি অনানুষ্ঠানিক বৈঠক শেষে বলেন, “পক্ষগুলোর অবস্থানে যদি সামঞ্জস্য আনা যায় এবং বিশ্বাস তৈরি করা যায়, তাহলে তা শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।”

তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে আঙ্কারায় অবস্থান করছেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের জন্য এসেছেন। হাকান ফিদান আশাবাদী হয়ে বলেন, “এই সফরগুলো প্রমাণ করে, অবশেষে শান্তির জন্য সদিচ্ছা দেখা যাচ্ছে।”

চলতি সপ্তাহের শুরুতে পুতিন সরাসরি জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুতির কথা জানান। প্রাথমিক অনাগ্রহের পর জেলেনস্কিও বৈঠকে সম্মতি দেন।

আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরে পৌঁছে জেলেনস্কি বলেন, “রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতি লোক-দেখানো বলেই মনে হচ্ছে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন নিয়মিত যোগাযোগ রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish