ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সুন্নতে খতনা অনুষ্ঠানে সাউন্ড বক্সে অশ্লীল গান বাজানোকে কেন্দ্র করে গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ভাঙচুর এবং অনুষ্ঠানস্থলের খাবার ও গরু লুটের অভিযোগও উঠেছে।
রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের গোপীনাথপুর ও ছোট হামেরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামেরদী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুদ্দুস মাতুব্বর দলের ইমরান মুন্সির ছেলের সুন্নতে খতনা উপলক্ষ্যে রোববার রাত ৮টার দিকে গোপীনাথপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠান হচ্ছিল। সাউন্ড বক্সে উচ্চ শব্দে অশ্লীল গান চলছিল।
এসময় পাশের ছোট হামেরদী গ্রামের কয়েকজন যুবক—নয়ন, হৃদয় ও নিরব—গান শুনতে আসে। গান কমানো ও অশ্লীলতা নিয়ে তাদের সঙ্গে গোপীনাথপুর গ্রামের সোহেল, সাগর ও সাজ্জাদের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
রাত ১টার দিকে ছোট হামেরদী গ্রাম থেকে মাইকে ঘোষণা দিয়ে শতাধিক লোক দেশীয় অস্ত্রসহ গোপীনাথপুরে গিয়ে হামলা চালায়। এতে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা চলে প্রায় দুই ঘণ্টা।
সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে অনেককেই ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে তিনটি বাড়ি ও ডেকোরেটরের মালামাল ভাঙচুর করা হয়। অনুষ্ঠানের তেহারি ও একটি গরু লুট হয়ে যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।