বিডিটাইম ডেস্ক
বিশ্বখ্যাত ধনকুব ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে ফোবি গেটস উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সাবেক রুমমেট ও জলবায়ু কর্মী সোফিয়া কিয়ানের সঙ্গে যৌথভাবে তিনি চালু করেছেন একটি এআইভিত্তিক অনলাইন শপিং অ্যাপ যার নাম ‘ফিয়া’ (Phia)।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই অ্যাপটির লক্ষ্য হলো অনলাইন কেনাকাটাকে আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী করে তোলা। নতুন প্রযুক্তির সংমিশ্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীদের শপিংয়ের অভিজ্ঞতা উন্নত করার প্রতিশ্রুতি দিচ্ছে ‘ফিয়া’।
তবে মজার ব্যাপার হলো—এই উদ্যোগে কোনো অর্থায়ন করেননি বিল গেটস নিজে। বরং নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাস্যরস করে বলেন,
“আমি ভাবছিলাম, ও তো এখন এসে টাকা চাইবে!”
তিনি আরও বলেন,
“আমি ইচ্ছা করেই কোনো বিনিয়োগ করিনি। কারণ, আমি যদি টাকা দিতাম, তাহলে ব্যবসার খুঁটিনাটি সবকিছুতে হস্তক্ষেপ করতে পারতাম—যা মেয়ের জন্য কঠিন হতো। আর হয়তো আমি অতিরিক্ত নরম হতাম।”
তবে গেটস কেবল একজন পিতা হিসেবেই পাশে থেকেছেন। তিনি মেয়েকে পরামর্শ দিয়েছেন, বিশেষ করে সঠিক দল গঠন ও কর্মী নিয়োগে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়—সে বিষয়ে। বিল গেটস সোজাসাপ্টা বলেন,
“শপিং আমার বিষয় না, তাই আমি এই অ্যাপের টার্গেট অডিয়েন্সও না।”
নিজ সন্তানদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য সবসময় উৎসাহ দিয়ে আসছেন বিল গেটস। আগে থেকেই ঘোষণা দিয়েছেন, তার বিপুল সম্পদের খুবই সামান্য একটি অংশ সন্তানেরা পাবে—যা ১ শতাংশেরও কম। তবে ‘কম’ বললেও, ওই ১ শতাংশ মানে কোটি কোটি ডলার।
ফোবি গেটসের এই উদ্যোগ প্রমাণ করছে—তিনি বাবার নাম নয়, নিজের মেধা ও উদ্ভাবনী চিন্তা দিয়েই প্রযুক্তি জগতে নিজের পরিচয় গড়তে চাইছেন।