বগুড়া প্রতিনিধি:
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে কার্যকরী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেনকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। শনিবার (৩ মে) বিকেলে বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রার্থী আনোয়ারকে আটক করে ভ্যানে তোলার চেষ্টা করলে শ্রমিকরা বাধা দিয়ে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া আনোয়ার হোসেনকে
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রার্থিতা যাচাই–বাছাই শেষে আনোয়ার হোসেন বাস টার্মিনালে ইউনিয়নের নির্বাচনী অফিসে ছিলেন। এ সময় তাকে আটক করতে আসে পুলিশ। পুলিশ সদস্যরা আনোয়ারকে একটি পিকআপ ভ্যানে তুলতে চাইলে সেখানে উপস্থিত মোটর শ্রমিকদের একটি দল বাধা দেয় এবং চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা আনোয়ারকে ছিনিয়ে নিয়ে যান এবং দ্রুত একটি অটোভ্যানে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে সরে যায়।
এর আগে, চলতি নির্বাচনের আরেক প্রার্থী ও জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে জুলাই-আগস্ট অভ্যুত্থান মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, “আনোয়ারকে আটক করতে পুলিশ কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখায়নি। কেন তাকে আটকের চেষ্টা হয়েছে, তা জানা নেই।”
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনউদ্দিন বলেন, “আনোয়ার হোসেনের বিরুদ্ধে ২০২১ সালের একটি বিস্ফোরক মামলা রয়েছে। তিনি জামিনে থাকলেও তার বিষয়ে নিশ্চিত হতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিচ্ছিল। এটি গ্রেপ্তার নয়, বিষয়টি একটি ভুল বোঝাবুঝি।”
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক ও শ্রমিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গেছে।