Top 5 This Week

বঙ্গবন্ধুর জন্মদিনে এতিম শিশুদের সাথে কুবি শিক্ষক সমিতির ইফতার মাহফিল

কুবি প্রতিনিধি

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জামিয়া মোহাম্মদিয়া ও শিশু সদন কমপ্লেক্সে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় শিক্ষক সমিতির সদস্যরা সেখানকার এতিম শিশুদের সাথে ইফতার ভাগাভাগি করেন।

ইফতার আয়োজন নিয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমরা চেয়েছি এতিম শিশুদের সাথে নিয়ে ইফতারের আয়োজন করতে। আমরা চাই শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়ুক, তাহলে সুন্দর সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish