বিডিটাইম ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নিজের বিরুদ্ধে ওঠা দ্বৈত নাগরিকত্বের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
তিনি বলেন, “বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের নাগরিকত্ব নেই। আমি শুধু পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি, কিন্তু আমার কোনো মার্কিন পাসপোর্ট নেই।”
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, “কেবল যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে আমাকে যদি বিদেশি নাগরিক বলা হয়, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও তা বলতে হয়। আমি যেটা নই, দয়া করে আমাকে সেটা বানাবেন না।”
তিনি আরও বলেন, “আমি সাংবাদিকদের বলছি না, কিন্তু যাঁরা এসব কথা তুলছেন, তাদের অনুরোধ করব, বুঝে শুনে কথা বলুন। আমাকে ঢিল ছুড়লে সেই ঢিল অন্য কারও গায়েও লাগতে পারে।”
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “প্রমাণ করার হলে আদালতে গিয়ে করুন। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার রাখি। সেটি অস্বীকার করা উচিত না। প্লিজ, এসব বন্ধ করুন।”