Top 5 This Week

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের নিচে ককটেল হামলা, আহত ৪

বিডিটাইম ডেস্ক

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরণে অন্তত ৪ জন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয় অবস্থিত।

ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দলটির সদস্যসচিব আখতার হোসেন কার্যালয়ের নিচে নামার পর সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ঘিরে প্রায় ৫০-৬০ জন অবস্থান করছিলেন। এ সময় বাংলামোটর মোড়ের সিগন্যাল ছাড়ার পর হঠাৎ করে একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস থেকে তাঁদের লক্ষ্য করে একটি ককটেল ছোড়া হয়। ককটেল নিক্ষেপের পরপরই গাড়িটি দ্রুতগতিতে সরে যায়।

তিনি আরও জানান, ককটেলটি সরাসরি কারও শরীরে না লাগলেও খুব কাছাকাছি বিস্ফোরিত হওয়ায় কয়েকজন আহত হন। আহতদের মধ্যে এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠক শফিকুল ইসলাম, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, এনসিপির ঢাকা মহানগরের আসিফ উদ্দিন সম্রাট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন । এছাড়া দলীয় কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হয়েছেন।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এনসিপি রাত পৌনে ১২টার দিকে তাৎক্ষণিকভাবে বাংলামোটর মোড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

এনসিপি বলছে, তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish