পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদের দক্ষিণ পাশের সরকারি পুকুর থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে শুক্রবার ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা পরিষদ এর দক্ষিণ পাশে একটি সরকারি পুকুর আছে। পুকুরটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলীর নেতৃত্বে শুক্রবার ভোররাতে মাছ চুরি করার সময় ৮ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ এবং সে সময় ২ জন পালিয়ে যায়।